পুঁজিবাজারে সূচকের মিশ্র প্রবণতায় লেনদেন
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের
মিশ্র প্রবণতায় চলছে লেনদেন। ডিএসই ও সিএসই সূত্রে এসব তথ্য জানা যায়।
সূত্র মতে, সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার বেলা ১১টা ৫৫মিনিটে ডিএসইর
প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ১৭১ পয়েন্টে। অপর দুই
সূচকের মধ্যে ডিএস৩০ সূচক ৭ পয়েন্ট এবং ডিএসইএস বা শরিয়াহ সূচক ৪ পয়েন্ট বেড়ে যথাক্রমে
অবস্থান করছে ২২৩৮ ও ১৩৩১ পয়েন্টে।
এ সময় পর্যন্ত ডিএসইতে মোট ৩৭৪টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে
মূল্য বৃদ্ধি হয়েছে ১২৭টি কোম্পানির এবং মূল্য হ্রাস হয়েছে ২১৫টি কোম্পানির। দর অপরিবর্তিত
রয়েছে ৩২টি কোম্পানির।
অপরদিকে, এ সময় পর্যন্ত চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক
সিএএসপিআই কমেছে ৩৭ পয়েন্ট। সূচকটি ১৭ হাজার ৮৪৪ পয়েন্টে অবস্থান করছে।