সরবরাহকে ছাড়িয়ে যাবে তুলার বৈশ্বিক চাহিদা

নভেল করোনাভাইরাস মহামারীর স্থবিরতা কাটিয়ে ঘুরে দাঁড়াতে শুরু করেছে বৈশ্বিক টেক্সটাইল খাত। ফলে এ খাতের প্রধান জ্বালানি তুলার চাহিদায় উল্লম্ফন দেখা গেছে। বাজার বিশ্লেষকরা মনে করছেন, চলতি বছর পণ্যটির চাহিদা সরবরাহকে ছাড়িয়ে যাবে। ফলে বিশ্ববাজারে তুলার মজুদ ঘাটতি দেখা দিতে পারে। রয়েছে বড় কলেবরে মূল্যবৃদ্ধির আশঙ্কাও। বিশ্বের শীর্ষস্থানীয় পণ্যবাজার বিশ্লেষক প্রতিষ্ঠান ইনডেক্সবক্সের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

 

বাজারসংশ্লিষ্টরা বলছেন, সুতা উৎপাদনের কাঁচামাল হিসেবে ব্যবহূত অন্যান্য পণ্যের সঙ্গে তুলার প্রতিযোগিতা বাড়ছে। একই সঙ্গে তুলা উৎপাদনে বাধ্যতামূলক শ্রম ও জলবায়ু দূষণসংক্রান্ত নানা বিষয়ও সামনে আসতে শুরু করেছে। এসব বিষয় পণ্যটির সরবরাহ ধারাকে সংকুচিত করে তুলতে পারে।

 

ইনডেক্সবক্সের প্রতিবেদনে বলা হয়, টেক্সটাইল খাতে তুলার চাহিদা বৃদ্ধি পাওয়ায় পণ্যটির বৈশ্বিক মজুদ কমে তিন বছরের সর্বনিম্নে নেমে গেছে। যদিও চলতি বছর তুলা উৎপাদন বৃদ্ধির পূর্বাভাস দিয়েছে প্রতিষ্ঠানটি। পূর্বাভাস অনুযায়ী, এ সময় পণ্যটির উৎপাদন গত বছরের তুলনায় ৫ শতাংশ বৃৃদ্ধি পাবে। তবে সরবরাহের অনুপাতে চাহিদা বৃদ্ধি পাওয়ায় তুলার মূল্যবৃদ্ধিতে ধারাবাহিকতা অব্যাহত থাকবে।

 

গ্লোবাল ট্রেড ম্যাগাজিন বলছে, বৈশ্বিক জনসংখ্যা ক্রমাগত বাড়তে থাকায় বৃদ্ধি পাচ্ছে পোশাকের প্রয়োজনীয়তা। এছাড়া অন্যান্য টেক্সটাইল পণ্যের চাহিদাও ঊর্ধ্বমুখী। মূলত এসব কারণেই তুলার চাহিদা ফুলেফেঁপে উঠছে। এতে পণ্যটির বাজারদর নতুন মাত্রায় বৃদ্ধি পাচ্ছে।

 

বিশ্বব্যাংকের এক প্রতিবেদনে বলা হয়, চলতি বছরের প্রথম প্রান্তিকে বিশ্ববাজারে তুলার গড় দাম উঠেছিল কেজিপ্রতি ১ ডলার ৬৪ সেন্ট, যা গত বছরের একই সময়ের তুলনায় বেশি। এ বছরের শেষ প্রান্তিকে পণ্যটির দাম আরো একধাপ বেড়ে ১ ডলার ৭২ সেন্টে উন্নীত হওয়ার পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক।

 

এদিকে সরবরাহের বিপরীতে চাহিদা বৃদ্ধি ও মজুদ ঘাটতির আশঙ্কাকে আরো তীব্র করে তুলছে উৎপাদনের পূর্বাভাস। চলতি বছর পণ্যটির উৎপাদন বৃদ্ধির যে পূর্বাভাস দেয়া হয়েছে তার হার অত্যন্ত সীমিত। ইনডেক্সবক্স বলছে, ২০১৯ সালে বিশ্বজুড়ে রেকর্ড সর্বোচ্চ তুলা উৎপাদিত হয়েছিল। গত বছর করোনার প্রভাবে উৎপাদন তলানিতে নেমে আসে। এ বছর বাড়লেও তা মহামারী পূর্ববর্তী রেকর্ড সীমাকে স্পর্শ করতে পারবে না।

 

বৈশ্বিক তুলা উৎপাদনে তৃতীয় যুক্তরাষ্ট্র। ইনডেক্সবক্সের প্রতিবেদনের তথ্য অনুযায়ী, এ বছর দেশটি বিশ্বের অন্যান্য দেশের তুলনায় সর্বাধিক তুলা উৎপাদন করতে সক্ষম হবে। উৎপাদনের পরিমাণ দাঁড়াবে প্রায় ৫ লাখ ২৩ হাজার টন। ব্রাজিলে উৎপাদিত হবে প্রায় ৪ লাখ ৩৬ হাজার টন। অস্ট্রেলিয়ায় উৎপাদিত হবে ২ লাখ ৩৯ হাজার টন। এছাড়া পাকিস্তানে উৎপাদনের পরিমাণ দাঁড়াবে ১ লাখ ৭৪ হাজার টন। মূলত অনুকূল আবহাওয়ার কারণে এবং আবাদ বৃদ্ধি পাওয়ায় উৎপাদনে এমন প্রবৃদ্ধি আসবে।

 

তবে এ বছর চীনে উৎপাদন কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। ফলে বিশ্বের শীর্ষ তুলা উৎপাদনকারী দেশটি পিছিয়ে পড়বে। শীর্ষ স্থানে উঠে আসতে পারে ভারত। এ সময় তুলা উৎপাদনে বিশ্ববাজারে দেশটির হিস্যা বেড়ে ২৪ শতাংশে উন্নীত হবে।

 

অন্যদিকে পাকিস্তান, ভারত, বাংলাদেশ, ভিয়েতনাম, তুরস্ক ও চীনে টেক্সটাইল খাত ও তুলার চাহিদায় উচ্চহারে প্রবৃদ্ধি আসবে। এর মধ্যে সস্তা শ্রমের কারণে পাকিস্তান, ভারত, বাংলাদেশ ও ভিয়েতনাম বৈশ্বিক টেক্সটাইল শিল্পের প্রধান কেন্দ্রে পরিণত হচ্ছে। তবে চীন ও তুরস্কে মানুষের আয় বাড়তে থাকায় তুলা উৎপাদনে প্রতিযোগিতার হার অনেকটাই শ্লথ। ফলে দেশ দুটি এ বছর তুলার স্থানীয় চাহিদাই পূরণ করতে পারবে না। এ কারণে তারা আমদানি বাড়াবে।