ঝিনাইদহে বজ্রপাতে মাটিকাটা শ্রমিক নিহত
ঝিনাইদহের মুরারীদহে বজ্রপাতে শাকিব হোসেন
(২০) নামে এক মাটি কাটা শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেল আনুমানিক ৫ টার দিকে
ক্যাডেট কলেজের পাশের এক বাড়ীতে মাটির কাজ করার সময় এ মৃত্যু হয়। শাকিব পৌর এলাকার
মুরারীদহ খালপাড়ার আব্দুল হামিদের ছেলে।
স্থানীয়রা জানান, শাকিব হোসেন মাটি কাটা
শ্রমিকের কাজ করে। প্রতিদিনের ন্যায় শুক্রবারে কাজের সন্ধ্যানে ক্যাডেট কলেজ এলাকায়
যায়। বিকেলে একটি নির্মানীধীন বাড়ীতে মাটি ভরাটের কাজ করছিল। হঠাৎ একটি বজ্রপাত তার
শরীরের উপর পড়লে গুরুত্বও আহত হয় শাকিব। সহকর্মীরা আহত শাকিবকে উদ্ধার করে ঝিনাইদহ
সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে জানায়।