বিএসইসিতে কর্মরত ৬৯ জন কর্মকর্তা-কর্মচারিকে পদোন্নতি
শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ
সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জে কমিশনে (বিএসইসি) কর্মরত ৬৯ জন কর্মকর্তা ও কর্মচারী
৯টি পদে পদোন্নতি পেয়েছেন।
মঙ্গলবার (২৯ জুন) বিএসইসির সহকারী পরিচালক
জালাল উদ্দিন স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠি ইস্যু করা হয়েছে বলে জানা গেছে।
পদোন্নতি পাওয়া কর্মকর্তা ও কর্মচারীদের
মধ্যে পরিচালক থেকে নির্বাহী পরিচালক হয়েছেন ৩ জন। তারা হলেন- মোহাম্মদ শফিউল আজম,
রিপন কুমার দেবনাথ ও মীর মোশাররফ হোসাইন চোধুরী।
জানা গেছে, বিএসইসির পরিচালক থেকে নির্বাহী
পরিচালক হয়েছেন ৩ জন, যুগ্ম পরিচালক থেকে অতিরিক্ত পরিচালক হয়েছেন ১৯ জন, সহকারী পরিচালক
থেকে উপ-পরিচালক হয়েছেন ২৬ জন, ব্যক্তিগত কর্মকর্তা থেকে সহকারী পরিচালক হয়েছেন ১৬
জন। আর সিনিয়র লাইব্রেরিয়ান হয়েছেন ১ জন, হিসাব রক্ষক অফিসার ১ জন, সহকারী হিসাব রক্ষক
অফিসার ১ জন, ব্যক্তিগত কর্মকর্তা হয়েছেন ১ জন এবং স্ট্যাফ রাইডার পদে পদোন্নতি হয়েছেন
১ জন।
এ বিষয়ে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র
মোহাম্মদ রেজাউল করিম জানান, বিএসইসিতে কর্মরত বিভিন্ন পর্যায়ের ৬৯ জন কর্মকর্তা ও
কর্মচারীকে বিভিন্ন পদোন্নতি দেওয়া হয়েছে।