বৃহস্পতিবার ‘ব্যাংক হলিডে’বন্ধ থাকবে পুঁজিবাজার
অর্থ বছরের শুরুর দিন ‘ব্যাংক হলিডে’ হিসেবে ১ জুলাই
(বৃহস্পতিবার) ব্যাংকগুলোতে লেনদেন হবে না। ব্যাংকের লেনদেন বন্ধ থাকায় কাল দেশের দুই
পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) লেনদেন
বন্ধ থাকবে।
বুধবার (৩০ জুন) বাংলাদেশ ব্যাংক ও সংশ্লিষ্ট
সূত্রে এসব তথ্য জানা গেছে।
তথ্য মতে, বৃহস্পতিবার (১ জুলাই) ব্যাংক
হলিডে। ফলে সকল ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকবে। আর ব্যাংক হলিডে থাকার কারণে ওইদিন
শেয়ারবাজারেও লেনদেন বন্ধ থাকবে। আগামী রোববার (৪ জুলাই) থেকে স্বাভাবিক নিয়মে শেয়ারবাজারের
লেনদেন চালু হওয়ার কথা রয়েছে।
তবে করোনাভাইরাস সংক্রামণ রোধে বৃহস্পতিবার
থেকে এক সপ্তাহের জন্য সারাদেশে কঠোর লকডাউন শুরু হবে। এ সময়কালে সরকারি, আধাসরকারি,
স্বয়ত্বশাসিত ও বেসরকারি সব অফিস বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে ব্যাংকিং কার্যক্রম
পরিচালনা করা হবে কি-না সে বিষয়ে বাংলাদেশ ব্যাংককে সিদ্ধান্ত নেওয়া কথা বলা হয়েছে।
তাই ব্যাংক খোলা থাকলে শেয়ারবাজার খোলা থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড
এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।