সোনালী লাইফের লেনদেন শুরু

পুঁজিবাজারে নতুন লেনদেনে আসা সোনালী লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার লেনদেন শুরু হয়েছে। আজ বুধবার (৩০ জুন) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (ডিএসই-সিএসই) কোম্পানির শেয়ারের লেনদেন শুরু হয়। এন ক্যাটাগরিভুক্ত সোনালী লাইফ ইন্স্যুরেন্সের ডিএসইতে কোম্পানি কোড- SONALILIFE এবং কোম্পানি নম্বর হচ্ছে- ২৫৭৫১।

 

লেনদেন শুরুর প্রথম দিনেই সোনালী লাইফ ইন্স্যুরেন্সের শেয়ারের দাম সর্বোচ্চ ১০ শতাংশ বা ১ টাকা বেড়ে ১১ টাকায় দাঁড়িয়েছে। সকাল সাড়ে ১০টা ২০ মিনিট পর্যন্ত ১১ বার হাতবদল হয়ে কোম্পানিটির ১৫৮টি শেয়ার লেনদেন হয়েছে। এ সময় কোম্পা‌নি‌টির শেয়ার ৫ কো‌টি ৪৫ লাখ ৮৬ হাজার ৫৭৫টি ‌শেয়ার কেনার আদেশ প‌ড়ে‌ছে।

 

এদিকে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্দেশনা অনুযায়ী লেনদেনের প্রথম ৩০ দিন কোম্পানির শেয়ার কিনতে মার্জিন ঋণ না দিতে স্টক ব্রোকার্স ও মার্চেন্ট ব্যাংকার্সদের নির্দেশনা দেওয়া হয়েছে।