৩০ লাখ শেয়ার কেনাবেচার ঘোষণা দিল দুই ব্যাংক
পুঁজিবাজারে ব্যাংক খাতের তালিকাভুক্ত
কোম্পানি যমুনা ব্যাংক ও ব্যাংক এশিয়ার উদ্যোক্তা পরিচালকরা মোট ৩০ লাখ শেয়ার কেনাবেচার
ঘোষণা দিয়েছেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এসব তথ্য জানা গেছে।
যমুনা ব্যাংক লিমিটেড : যমুনা ব্যাংকের
উদ্যোক্তা আরিফুর রহমান বর্তমানে কোম্পানিটির মোট ২৩ লাখ ৪৩ হাজার ৩৮২ শেয়ার ধারণ
করছেন। আর তার ধারণ করা মোট শেয়ার থেকে ১৯ লাখ শেয়ার বিক্রি করবেন।
আগামী ৩০ কার্যদিবসের মধ্যে বর্তমান বাজারদরে
পাবলিক মার্কেটের মাধ্যমে উল্লিখিত পরিমাণ শেয়ার বিক্রি করবেন তিনি।
ব্যাংক এশিয়া লিমিটেড : ব্যাংক এশিয়ার
দুই উদ্যোক্তা মাহরিনা চৌধুরী ও সাবরিনা চৌধুরী উভয়েই ব্যাংকটির পাঁচ লাখ ৫০ হাজার
করে শেয়ার কিনবেন।
উল্লেখ্য, আগামী ৩০ কার্যদিবসের মধ্যে
পাবলিক মার্কেট থেকে কিনবেন বলে জানা গেছে।