ঢাকা ব্যাংক বন্ড ইস্যুতে শেয়ারহোল্ডারদের সম্মতি পেয়েছে

দেশের পুঁজিবাজারে ব্যাংক খাতের তালিকাভুক্ত কোম্পানি ঢাকা ব্যাংক লিমিটেড পারপেচ্যুয়াল বন্ড ইস্যুতে শেয়ারহোল্ডারদের সম্মতি পেয়েছে। আজ ২৯ জুন, মঙ্গলবার ব্যাংকের ২৬তম এজিএমে শেয়ারহোল্ডাররা বন্ড ইস্যুর অনুমোদন দিয়েছে। ডিএসই সূত্রে এসব তথ্য জানা গেছে।

 

সূত্র অনুযায়ী, আলোচিত বন্ডটি হবে কনভার্টিবেল বন্ড। আর্থাৎ বন্ডটির একটি অংশ সাধারণ শেয়ারে রূপান্তর হবে। প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে এই বন্ডের ইউনিট বরাদ্দ করা হবে। ব্যাসেল-৩ এর শর্ত পরিপালনে টিয়ার-১ এর অতিরিক্ত  মূলধন বাড়াতে বন্ডে সংগৃহীত অর্থ ব্যবহার করা হবে। সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থাসমূহের অনুমোদন সাপেক্ষে বন্ড ইস্যুর আলোচিত সিদ্ধান্তটি কার্যকর হবে।