দর বাড়ার কারণ জানেনা নিউ লাইন ক্লোথিংস

দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি নিউ লাইন ক্লোথিংস লিমিটেডের শেয়ার দর বেশ ককদিন ধরেই অস্বাভাবিকভাবে বাড়ছে। তবে দর বাড়ার কোনো ধরনের অপ্রকাশিত তথ্য কোম্পানির নিকট নেই বলে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে বিনিয়োগকারীদের জানানো হয়েছে। ডিএসই সূত্রে এসব তথ্য জানা গেছে।

 

সূত্র মতে, নিউ লাইন ক্লোথিংসের শেয়ার দর গত মে মাসের শেষ দিক থেকে টানা অস্বাভাবিকভাবে বাড়ছে। এ কারণে কোম্পানিটিকে নোটিশ দেয় ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।

 

পর্যালোচনায় দেখা গেছে, গত ২৩ মে কোম্পানির শেয়ার দর ছিল ১৭ টাকা। গতকাল কোম্পানির শেয়ার ৩০.৬০ টাকায় লেনদেন হয়েছে। আলোচ্য সময়ের ব্যবধানে কোম্পানির শেয়ার দর ১৩.৬০ টাকা বা ৮০ শতাংশ বেড়েছে। বিষয়টি অস্বাভাবিক মনে করে নোটিশ দেয় ডিএসই।

 

নোটিশের জবাবে কোম্পানি জানায়, দর বাড়ার মূল্য সংবেদনশীল তথ্য প্রতিষ্ঠানটির কাছে নেই।