সামিট অ্যালায়েন্স পোর্টের মুনাফা কমেছে

দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেডের মুনাফা কমেছে। কোম্পানির তৃতীয় প্রান্তিক অর্থাৎ ২০২০-২০২১ অর্থবছরের জানুয়ারি-মার্চ সময়ে আগের বছরের একই সময়ের তুলনায় মুনাফা কমেছে ৩ পয়সা। কোম্পানি সূত্রে এসব তথ্য জানা গেছে।

 

মঙ্গলবার (২৯ জুন) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

 

ডিএসইর তথ্য অনুযায়ী, জানুয়ারি-৩১ মার্চ সময়ে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১৪ পয়সা। গত বছরের একই সময়ে ইপিএস হয়েছিল ১৭ পয়সা। অর্থাৎ আগের বছরের একই সময়ের তুলনায় কোম্পানিটির মুনাফা ৩ পয়সা বা ১৮ শতাংশ কমেছে। আর তাতে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩২ টাকা ৯৮ পয়সা।

 

তৃতীয় প্রান্তিকে মুনফা কমলেও চলতি অর্থবছরের ৯ মাসে (জুলাই২০-মার্চ২১) কোম্পানিটির মুনাফা বেড়েছে ৫৩ শতাংশ। ২০০৫ সালে তালিকাভুক্ত কোম্পানিটির গত ৯ মাসে সমন্বিত ইপিএস হয়েছে ৫৫ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ৩৬ পয়সা। অর্থাৎ মুনাফা ১৯ পয়সা বা ৫৩ শতাংশ বেড়েছে।

 

কোম্পানির উদ্যোক্তা-পরিচালকদের হাতে রয়েছে ৬৩ দশমিক ২১ শতাংশ শেয়ার, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে রয়েছে ১৮ দশমকি ৬৩ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীদের হাতে রয়েছে ৩ দশমিক ৬৫ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে ১৪ দশমিক ৫১ শতাংশ শেয়ার।