দর কমার শীর্ষে সাফকো স্পিনিং
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর
মধ্যে ১০৮টির বা ২৯.০৩ শতাংশের শেয়ার ও ইউনিট দর কমেছে। এদিন সাফকো স্পিনিংয়ের শেয়ারের
প্রতি বিনিয়োগকারীদের অনাগ্রহ ছিল সবচেয়ে বেশি। ডিএসই সূত্রে এসব তথ্য জানা গেছে।
সূত্র মতে, রোববার লেনদেন শেষে সাফকো স্পিনিংয়ের শেয়ারের ক্লোজিং দর
ছিল ২৭ টাকায়। সোমবার লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ২৪.৬০ টাকায়। অর্থাৎ
আজ কোম্পানিটির শেয়ার দর ২.৪০ টাকা বা ৮.৮৮ শতাংশ কমেছে। এর মাধ্যমে সাফকো স্পিনিং
ডিএসইর টপটের লুজার তালিকায় শীর্ষে উঠে আসে।
ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে কুইন
সাউথ টেক্সটাইলের ৮.৫৭ শতাংশ, মালেক স্পিনিংয়ের ৭.৮০ শতাংশ, ডাচ-বাংলা ব্যাংকের ৬.৯২
শতাংশ, প্রাইম টেক্সটাইলের ৬.৩২ শতাংশ, কর্ণফুলি ইন্স্যুরেন্সের ৬.২৬ শতাংশ, মেট্রো
স্পিনিংয়ের ৫.২০ শতাংশ, আলিফ ইন্ডাস্ট্রিজের ৪.৯৪ শতাংশ, আর্গন ডেনিমসের ৪.৯৪ শতাংশ
এবং ম্যাকসন্স স্পিনিংয়ের শেয়ার দর ৪.৯২ শতাংশ কমেছে।