ডিএসই’র সাবেক চেয়ারম্যান হেমায়েত উদ্দিন আর নেই

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাবেক চেয়ারম্যান ও বিশিষ্ট ব্যবসায়ী হেমায়েত উদ্দিন আহমেদ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার (২৭ জুন) মধ‌্য রাতে তিনি মারা যান।

 

জানা গেছে, করোনায় আক্রান্ত হওয়ার পর তিনি রাজধানীর ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেখানেই তিনি মারা যান। সোমবার বাদ জোহর কুমিল্লার বুড়িচং থানার রাজাপুর গ্রামে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।