ডিএসইতে দর বাড়ার শীর্ষে বস্ত্র খাত

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষ তালিকায় আধিপত্য বিস্তার করেছে বস্ত্র খাতের কোম্পানি। আজ তালিকায় থাকা ১০ কোম্পানির মধ্যে ৮টিই বস্ত্র খাতের। ডিএসই সূত্রে এসব তথ্য জানা গেছে।

 

এদিন গেইনার তালিকার শীর্ষে রয়েছে মতিন স্পিনিং মিলস লিমিটেড। আজ শেয়ারটির দর বেড়েছে ৪ টাকা ৭০ পয়সা বা ৯.৮৩ শতাংশ। এদিন শেয়ারটি সর্বশেষ ৫২ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়।

 

তথ্য অনুযায়ী, কোম্পানিটি এক হাজার ৩৮৫ বারে ৪৬ লাখ ৫৮ হাজার ৩৬টি শেয়ার লেনদেন করে।

 

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে, সোনারগাঁও টেক্সটাইল মিলস লিমিটেড । আজ কোম্পানিটির দর বেড়েছে ২ টাকা ৪০ পয়সা বা ৯.৭৬ শতাংশ। এদিন কোম্পানিটি সর্বশেষ ২৭ টাকা দরে লেনদেন হয়।

 

গেইনারের তৃতীয় স্থানে রয়েছে, অলিম্পিক অ্যাক্সেসরিজ লিমিটেড। আজ ফান্ডটির দর ১ টাকা বা ৯.৭১ শতাংশ বেড়েছে। এদিন কোম্পানির শেয়ার সর্বশেষ ১ টাকা বা ৯.৭১ শতাংশ দরে লেনদেন হয়।

 

গেইনার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- আর্গন ডেনিম, জাহিন স্পিনিং, হা-ওয়েল টেক্স, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, কুইন সাউথ টেক্সটাইল, জাহিন টেক্সটাইল ও শাশা ডেনিমস লিমিটেড।