আগামীকাল বন্ধ এমবি ফার্মার শেয়ার লেনদেন

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এমবি ফার্মাসিটিক্যালস লিমিটেডের শেয়ার লেনদেন রেকর্ড ডেটের কারণে আগামীকাল সোমবার (২৮ জুন) বন্ধ থাকবে। এর আগে কোম্পানিটি ২৪ থেকে স্পট ও ব্লক মার্কেটে শেয়ার লেনদেন করছে, যা আজ শেষ হবে। ডিএসই সূত্রে এসব তথ্য জানা গেছে।

 

সূত্র জানায়, এ কোম্পানি ৩০ জুন, ২০২০ সমাপ্ত হিসাববছরে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ১৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। ঘোষিত ডিভিডেন্ড সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের সম্মতিতে অনুমোদনের জন্য আগামী ১৩ জুলাই সকাল ১১টায় ডিজিটাল প্ল্যাটফর্মে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।

 

এ সময় কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৫১ পয়সা, যা আগের বছর ১ টাকা ৪০ পয়সা ছিল।