কর্ণফুলী ইন্স্যুরেন্সের লেনদেন চালু কাল
দেশের শেয়ারবাজারে বীমা খাতের তলিকাভূক্ত
কোম্পানি কর্ণফুলী ইন্স্যুরেন্স লিমিটেডের ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেটের পর কাল
থেকে চালু হবে শেয়ার লেনদেন। রেকর্ড ডেটের কারণে আজ এ কোম্পানির শেয়ার লেনদেন স্থগিত
রয়েছে। এর আগে ২৩ ও ২৪ জুন স্পট মার্কেটে শেয়ার লেনদেন করে কোম্পানিটি। ডিএসই সূত্রে
এসব তথ্য জানা গেছে।
সূত্র মতে, কোম্পানিটি গত ৩১ ডিসেম্বর,
২০২০ পর্যন্ত সমাপ্ত অর্থবছরে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য সাড়ে ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড
ঘোষণা করেছে।
সর্বশেষ হিসাববছরে কোম্পানিটির শেয়ার প্রতি
আয় হয়েছে ১ টাকা ৬০ পয়সা। আগের বছর যা ছিল ১ টাকা ১০ পয়সা।
উল্লেখ্য, গত ৩১ ডিসেম্বর, ২০২০ তারিখে
কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ২৫ টাকা ০২ পয়সা।