২৫ শতাংশ মুনাফা বাড়ল ফনিক্স ফাইন্যান্সের

দেশের পুঁজিবাজারে তালিতাভুক্ত কোম্পানি ফনিক্স ফাইন্যান্স চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকের ২০২১ সালের জানুয়ারি থেকে মার্চ তিন মাসের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির আলোচ্য প্রান্তিকে মুনাফা বা শেয়ারপ্রতি আয় আগের চেয়ে ২৫ শতাংশ বেড়েছে। ডিএসই সূত্রে এসব তথ্য জানা গেছে।

 

সূত্র মতে, আলোচ্য প্রান্তিকে কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৪৫ টাকা। আগের বছর একই সময়ে কোম্পানির আয় হয়েছিল ০.৩৬ টাকা। আলোচ্য সময়ের ব্যবধানে কোম্পানির আয় ০.০৯ টাকা বা ২৫ শতাংশ বেড়েছে। গত ৩১ মার্চ শেষে কোম্পানির শেয়ারপ্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২২.৪৬ টাকা।