সাইফ পাওয়ারের তৃতীয় প্রান্তিক প্রকাশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ‌সাইফ পাওয়ারটেক লিমিটেড গত ৩১ মার্চ, ২০২১ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি২১-মার্চ২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

 

সূত্র অনুযায়ী, অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

 

চলতি হিসাব বছরের প্রথম নয় মাসে সাইফ পাওয়ারটেক কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৭৫ পয়সা। যা গতবছরের একই সময়ের তুলনায় ২৯ পয়সা কম। গত বছরের একই সময়ে কোম্পানিটির ইপিএস ছিল ১ টাকা ০৪ পয়সা। কোম্পানি সূত্রে এসব তথ্য জানা গেছে।

 

গত জানুয়ারি থেকে মার্চ সময়কালে কোম্পানিটির মাত্র ৯ পয়সা ইপিএস হয়েছে, যা গত বছরের একই সময়ে ছিল ১৪ পয়সা।

 

৩১ মার্চ পর্যন্ত ২০২০-২১ হিসাব বছরের প্রথম নয় মাসে কোম্পানিটির শেয়ার প্রতি নেট ক্যাশ ফ্লো (এনওসিএফএস) হয়েছে ২ টাকা ২৬ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ২ টাকা ৫৫ পয়সা।

 

গত মার্চ প্রান্তিক শেষে সাইফ পাওয়ারটেকের শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৬ টাকা ১১ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ১৬ টাকা ৬৩ পয়সা।