মোসাদ্দেক আলী ফালুর বিরুদ্ধে ত্রাণের টিন আত্মসাৎ মামলা চলবে
ত্রাণের টিন আত্মসাতের অভিযোগে সাবেক সংসদ
সদস্য মো. মোসাদ্দেক আলী ফালুর বিরুদ্ধে করা দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলা চালিয়ে
যাওয়ার আদেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
সোমবার (১৫ ফেব্রুয়ারি) হাইকোর্টের দেওয়া
রায় বাতিলের আবেদন খারিজ করে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন চার
বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে এদিন ফালুর পক্ষে শুনানি করেন আইনজীবী
রুহুল কুদ্দুস কাজল। অন্যদিকে দুদকের পক্ষে ছিলেন আইনজীবী মো. খুরশীদ আলম খান।
আদেশের বিষয়টি নিশ্চিত করে আইনজীবী রুহুল
কুদ্দুস কাজল বলেন, ‘দুদকের মামলায় মোসাদ্দেক আলী ফালুর বিরুদ্ধে
হাইকোর্টের দেওয়া রায় বাতিলের আবেদন খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ।’
২০০৭ সালের মার্চে রাজধানীর তেজগাঁও থানায়
ফালুসহ ছয়জনের বিরুদ্ধে এ মামলা করে দুদক। মামলায় তাদের বিরুদ্ধে ১০০ বান্ডেল ত্রাণের
ঢেউটিন আত্মসাতের অভিযোগ আনা হয়।
এরপর ২০০৮ সালে এ মামলায় বিচারিক আদালত
আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।
পরে ওই অভিযোগ গঠনের বৈধতা চ্যালেঞ্জ করে
এবং মামলাটি বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেন ফালু। সেই আবেদনের চূড়ান্ত শুনানি শেষে
আবেদন খারিজ করে দেন হাইকোর্ট।