ব্লকে ১১৪ কোটি টাকার লেনদেন

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৫৩ কোম্পানির ১১৪ কোটি টাকার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এসব তথ্য জানা গেছে।

 

জানা গেছে, বুধবার (২৩ জুন) কোম্পানিগুলোর ১ কোটি ৭০ লাখ ৮৪ হাজার ৮৮২টি শেয়ার ১২০ বার হাত বদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিগুলোর ১১৪ কোটি ২২ লাখ ৮২ হাজার টাকার লেনদেন হয়েছে।

 

কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ৩০ কোটি ৩৪ লাখ ৮৫ হাজার টাকার লেনদেন হয়েছে এসিআইয়ের। দ্বিতীয় সর্বোচ্চ ১৬ কোটি ৩১ লাখ ২৮ হাজার টাকার মালেক স্পিনিংয়ের এবং তৃতীয় সর্বোচ্চ ৯ কোটি ৯১ লাখ ৮২ হাজার টাকার লেনদেন হয়েছে।