মূল্য সূচকের পতনে লেনদেন শেষ
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার মূল্য
সূচকের ব্যাপক পতনে লেনদেন শেষ হয়েছে। তবে এদিন ডিএসইতে টাকার অংকে লেনদেন বেড়েছে কিছুটা।
অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)ও একই চিত্রে লেনদেন শেষ হয়েছে। ডিএসই
ও সিএসই সূত্রে এসব তথ্য জানা গেছে।
বুধবার ডিএসইতে ২ হাজার ৩০ কোটি ৩ লাখ
টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আজ ডিএসইতে আগের দিন থেকে ১২ কোটি ৪৬ লাখ টাকা
বেশি লেনদেন হয়েছে। গতকাল লেনদেন হয়েছিল ২ হাজার ১৭ কোটি ৫৬ লাখ টাকার।
এদিন ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স
৬৯ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৩৫ পয়েন্টে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই৩০ সূচক
১৬ পয়েন্ট এবং ডিএসইএস বা শরীয়াহ সূচক ৬ পয়েন্ট কমেছে।
বুধবার ডিএসইতে মোট ৩৭২টি কোম্পানির শেয়ার
লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৩৩টির, দর কমেছে ২১৭টির এবং দর অপরিবর্তিত রয়েছে
২২টি কোম্পানির।
এদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)
সার্বিক সূচক সিএএসপিআই কমেছে ১৯১ পয়েন্ট। সূচকটি ১৭ হাজার ৫৭৩ পয়েন্টে অবস্থান করছে।
সিএসইতে লেনদেন হয়েছে ১৩৬ কোটি ২১ লাখ টাকার শেয়ার।
সিএসইতে মোট ৩১৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল
ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১১৯টির, দর কমেছে ১৮৩টির এবং অপরিবর্তিত
রয়েছে ১৬টির।