সূচকের উত্থান-পতনে চলছে লেনদেন
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে
(ডিএসই) মূল্য সূচকের উত্থান-পতনে লেনদেন চলছে। আজ ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ
শেয়ারের দর বেড়েছে। এদিন বেলা ১১টা পরযন্ত ডিএসইতে ৪৬৯ কোটি ১৮ লাখ টাকার শেয়ার লেনদেন
হয়েছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, মঙ্গলবার ডিএসই
প্রধান বা ডিএসইএক্স সূচক ১০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ১৩৬ পয়েন্টে। অন্য সূচকগুলোর
মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩০৬ পয়েন্টে এবং
ডিএস৩০ সূচক ৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ২১৭ পয়েন্টে।
আজ ডিএসইতে ৩৫৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল
ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৮৩টির, কমেছে ১২১টির এবং অপরিবর্তিত
রয়েছে ৫১টির।
এদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)
সূচকের উত্থানে লেনদেন চলছে। এই সময়ে সিএসইতে ১৪ কোটি ১০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।