লেনদেনের শীর্ষে পাইওনিয়ার ইন্স্যুরেন্স

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে পাইওনিয়ার ইন্স্যুরেন্স লিমিটেড। ডিএসই সূত্রে এসব তথ্য জানা গেছে।

 

তথ্য মতে, রোববার (২০ জুন) কোম্পানিটির ১৬২ কোটি ২০ লাখ ৭৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দিতীয় স্থানে উঠে আসা বেক্সিমকো শেয়ার লেনদেন হয়েছে ১৫১ কোটি ৪৪ লাখ ৮৯ হাজার টাকার।

 

৪২ কোটি ৮০ লাখ ৬৯ হাজার টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে ওরিয়ন ফার্মা।

 

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে ন্যাশনাল ফিড মিল, বেক্সিমকো ফার্মা, ফরচুন সুজ, সামিট পাওয়ার, কনফিডেন্স সিমেন্ট, লুব-রেফ ও এনআরবিসি ব্যাংক লিমিটেড।