টপটেন লুজারের শীর্ষে সী পার্ল
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রোববার
লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৭৯টির শেয়ার ও ইউনিট দর কমেছে। এদিন টপটেন
লুজার বা দর কমার শীর্ষে রয়েছে সী পার্ল। ডিএসই সূত্রে এসব তথ্য জানা গেছে।
তথ্য মতে, বৃহস্পতিবার লেনদেন শেষে সী
পার্লের শেয়ারের ক্লোজিং দর ছিল ৬৫ টাকা ১০ পয়সা। রোববার লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারের
ক্লোজিং দর দাঁড়ায় ৫৮ টাকা ৬০ পয়সা। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ৬ টাকা ৫০ পয়সা
বা ৯ দশমিক ৯৮ শতাংশ কমেছে।
ডিএসইতে দর কমার তালিকায় উঠে আসা অন্য
কোম্পানিগুলোর মধ্যে এসকে ট্রিমসের ৯ দশমিক ৯৬ শতাংশ, সমতা লেদারের ৯ দশমিক ৮০ শতাংশ,
পিএফ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৯ দশমিক ৩২ শতাংশ, সেন্ট্রাল ইন্স্যুরেন্সের ৯ দশমিক
০৭ শতাংশ, স্ট্যান্ডার্ড সিরামিকের ৮ দশমিক ৭৩ শতাংশ, নুরানী ডাইংয়ের ৭ দশমিক ৯৫ শতাংশ,
মুন্নু এগ্রোর ৭ দশমিক ০১ শতাংশ, ডিবিএইচের ৬ দশমিক ৮২ শতাংশ এবং রিংশাইনের শেয়ার দর
৬ দশমিক ৬০ শতাংশ কমেছে।