ইতিবাচক ধারায় শেষ হল লেনদেন

শেয়ারবাজারে সূচকের ওঠা-নামার পর দিন শেষে তা ইতিবাচক ধারায় রয়েছে। এদিন আগের দিনের চেয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন কমলেও অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) তা বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এসব তথ্য জানা গেছে।

 

তথ্য মতে, আগের কার্যদিবসের চেয়ে রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১৬ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৬৯ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইর অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৫ পয়েন্ট বেড়ে ১ হাজার ২৯৬ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১০ পয়েন্ট বেড়ে ২ হাজার ২০৭ পয়েন্টে অবস্থান করছে।

 

ডিএসইতে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ১ হাজার ৮৩৫ কোটি ২৫ লাখ টাকা। আগের কার্যদিবসে ডিএসইতে লেনদেন হয়েছিল ১ হাজার ৮৪৭ কোটি ১৬ লাখ টাকা। ডিএসইতে লেনদেন হওয়া ৩৭২ প্রতিষ্ঠানের মধ্যে বেড়েছে ১৫৬টির, কমেছে ১৭৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৮টি শেয়ার দর।

 

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৭ হাজার ৫৮৩ পয়েন্টে, সিএসই ৫০ সূচক ৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ২৮৩ পয়েন্টে এবং সিএসসিএক্স সূচক ৭ পয়েন্ট বেড়ে ১০ হাজার ৫৮৩ পয়েন্টে অবস্থান করছে।

 

সিএসইতে লেনদেন হওয়া ৩০৪ প্রতিষ্ঠানের মধ্যে বেড়েছে ১১৭টির, কমেছে ১৫১টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৬টির শেয়ার দর। সিএসইতে লেনদেন হয়েছে ১৫৩ কোটি ৮১ লাখ টাকা।