পারপেচ্যুয়াল বন্ড ইস্যু করবে আইএফআইসি ব্যাংক
দেশের পুঁজিবাজারে ব্যাংক খাতের তালিকাভুক্ত
কোম্পানি আইএফআইসি ব্যাংক লিমিটেড পারপেচ্যুয়াল বন্ড ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে। ব্যাংকটি
১ হাজার কোটি টাকার পারপেচ্যুয়াল বন্ড ইস্যু করবে। ডিএসই সূত্রে এসব তথ্য জানা গেছে।
সূত্র মতে, ব্যাংকটি এডিশোনাল টিয়ার-১
মূলধন সহয়তায় ব্যাসেল-৩ এর অধীনে বন্ড ইস্যু করবে। প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ৯০০
কোটি টাকার বন্ড ইস্যু করা হবে। আর বাকী ১০০ কোটি টাকার বন্ড পাবলিক অফারের মাধ্যমে
ইস্যু করা হবে।
উল্লেখ্য, গত ২৩ মে বাংলাদেশ সিকিউরিটিজ
অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ব্যাংকটির বন্ড ইস্যুর অনুমোদন দেয়। শেয়ারহোল্ডারদের
অনুমতি নিতে আগামী ২৬ আগস্ট ব্যাংকটি বিশেষ সাধারণ সভা (ইজিএম) আহ্বান করেছে। ওইদিন
সকাল ১১টায় ডিজিটাল প্লাটফর্মে ব্যাংকটির ইজিএম অনুষ্ঠিত হবে।