ইরানের সম্ভাব্য নতুন প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি
ইরানের এবারের নির্বাচনে ব্যাপকভাবে আলোচিত
হয়েছেন প্রেসিডেন্ট প্রার্থী ইব্রাহিম রাইসি।
বিভিন্ন জরিপে তিনিই এগিয়ে রয়েছেন। নাটকীয়
কিছু না ঘটলে তিনিই হতে যাচ্ছেন দেশটির নতুন প্রেসিডেন্ট। কারণ, আহমেদিনিজাদের মতো
শক্তিশালী প্রার্থীরা আগেই প্রার্থী তালিকা থেকে বাদ পড়েছেন।
এবারের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা
করছেন, সাইয়্যেদ ইব্রাহিম রাইসি, মোহসেন রেজায়ি, আব্দুন নাসের হেম্মাতি এবং কাজিযাদে
হাশেমি।
মোহসেন রেজায়ি তার ইনস্টাগ্রামে সাইয়্যেদ
ইব্রাহিম রাইসিকে অভিনন্দন জানানোর পাশাপাশি বলেন, নিঃসন্দেহে ইব্রাহিম রাইসি ইরানের
জনগণের জন্য সমৃদ্ধ ও উন্নত জীবনের ব্যবস্থায় কাজ করবেন।
এদিকে ইব্রাহিম রাইসিকে অভিনন্দন জানিয়েছেন
আর এক প্রতিদ্বন্দ্বী কাজিয়াদে হাশেমি।
ভোট গণনা শেষে শনিবার সন্ধ্যায় ইরানের নতুন প্রেসিডেন্টের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা হওয়ার কথা রয়েছে। সূত্র: তেহেরান টাইমস