পুঁজিবাজারে সূচক বাড়লেও কমেছে লেনদেন

পুঁজিবাজারে সূচক সামান্য বাড়লেও লেনদেন আগের দিনের চেয়ে কমেছে। এদিন বাজারে কমেছে অধিকাংশ কোম্পানির শেয়ার দর। ডিএসই ও সিএসই সূত্রে এসব তথ্য জানা গেছে।

 

সূত্র মতে, আগের কার্যদিবসের চেয়ে বৃহস্পতিবার (১৭ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৫২ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইর অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ২ পয়েন্ট বেড়ে ১ হাজার ২৯০ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১৩ পয়েন্ট বেড়ে ২ হাজার ১৯৭ পয়েন্টে অবস্থান করছে।

 

ডিএসইতে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ১ হাজার ৮৪৭ কোটি ১৬ লাখ টাকা। আগের কার্যদিবসে ডিএসইতে লেনদেন হয়েছিল ২ হাজার ১০৯ কোটি ৬৮ লাখ টাকা। ডিএসইতে লেনদেন হওয়া ৩৭২ টি প্রতিষ্ঠানের মধ্যে বেড়েছে ১০৭ টির, কমেছে ২৩৭ টির এবং অপরিবর্তিত রয়েছে ২৮ টি শেয়ার দর।

 

এদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৪০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৭ হাজার ৫৭০ পয়েন্টে, সিএসই ৫০ সূচক ৯ পয়েন্ট বেড়ে ১ হাজার ২৭৭ পয়েন্টে এবং সিএসসিএক্স সূচক ২৫ পয়েন্ট বেড়ে ১০ হাজার ৫৭৬ পয়েন্টে অবস্থান করছে।

 

সিএসইতে লেনদেন হওয়া ৩০৮ টি প্রতিষ্ঠানের মধ্যে বেড়েছে ৮৫ টির, কমেছে ১৯২ টির এবং অপরিবর্তিত রয়েছে ৩১ টির শেয়ার দর। সিএসইতে লেনদেন হয়েছে ১০৪ কোটি ৯৫ লাখ টাকা।