স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের শেয়ার কিনবে দুই উদ্যোক্তা
দেশের পুঁজিবাজারে বীমা খাতের তালিকাভুক্ত
কোম্পানি স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের দুই উদোক্তা পরিচালক শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন।
ঘোষণা অনুযায়ী উদ্যোক্তারা সাড়ে ১৩ লাখ ৫৯ হাজার শেয়ার কিনবেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ
(ডিএসই) সূত্রে এসব তথ্য জানা গেছে।
সূত্র জানায়, কোম্পানিটির উদোক্তা পরিচালক
তাসমিয়া রহমান ৭ লাখ ৫৫ হাজার এবং হাসনাত মোশাররফ ৬ লাখ ৪ হাজার শেয়ার কেনার ঘোষণা
দিয়েছেন।
উল্লেখ্য, ঘোষণা অনুযায়ী কোম্পানির দুই
উদ্যোক্তা আগামী ৩০ কার্যদিবসের মধ্যে আলোচ্য শেয়ার কেনা শেষ করবেন।