কুইন সাউথ টেক্সটাইলের নতুন গুদাম নির্মাণ
কুইন সাউথ টেক্সটাইল মিলসের নতুন ৭ হাজার
৪১০ বর্গফুট অটোমেটেড ওয়্যারহাউজ নির্মাণ করেছে। এ ওয়্যারহাউজ নির্মাণের মাধ্যমে কোম্পানিটি
তাদের গুদামের সক্ষমতা বাড়িয়েছে।
বৃহস্পতিবার (১৭ জুন) চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ
(সিএসই) সূত্রে এসব তথ্য জানা গেছে।
সূত্র মতে, কুইন সাউথ টেক্সটাইলের নতুন
গুদামে ধারণ ক্ষমতা হবে ২ হাজার ৪০০ মেট্রিক টন। এর ফলে কোম্পানির গুদামের ধারণ ক্ষমতা
বেড়ে দাঁড়াবে ৪ হাজার মেট্রিক টনে।
গুদামের ধারণ ক্ষমতা কম থাকার কারণে এতোদিন
কোম্পানিটির উৎপাদনের ৬৫ শতাংশ ব্যবহার করা যেতো। নতুন গুদামের কারণে উৎপাদিত পণ্যের
গুদামজাত ২৫ শতাংশ বৃদ্ধি পাবে।