মূল্য সূচকের উত্থান-পতনে চলছে লেনদেন

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার মূল্য সূচকের উত্থান-পতনে লেনদেন চলছে। আজ ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ শেয়ারের দরপতন হয়েছে। এদিন বেলা ১১টা পর্যন্ত ডিএসইতে ৫৭৮ কোটি ৯৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এসব তথ্য জানা গেছে।

 

সূত্র মতে, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ২০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৩৩ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে  ডিএসইএস বা শরীয়াহ সূচক দশমিক ৯৮ পয়েন্ট বেড়ে  অবস্থান করছে ২ হাজার ১৭৮ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক দশমিক ৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ১৭৮ পয়েন্টে।

 

আজ ডিএসইতে ৩৬৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৪৯টির, কমেছে ১৬৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৫১টির।

 

এদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থানে লেনদেন চলছে। এই সময়ে সিএসইতে ১২ কোটি ২১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।