দর বাড়ার শীর্ষে ইনডেক্স এগ্রো

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে রয়েছে ইনডেক্স অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড। আজ শেয়ারটির দর বেড়েছে ১১ টাকা বা ৯.৯৫ শতাংশ। এদিন শেয়ারটি সর্বশেষ ১২১ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়।

 

সূত্র মতে, রবিবার লেনদেন শেষে ইনডেক্স এগ্রোর শেয়ারের ক্লোজিং দর ছিল ১১০.৬০ টাকায়। সোমবার লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ১২১.৬০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ১১ টাকা বা ৯.৯৪ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে ইনডেক্স এগ্রো ডিএসইর টপটের গেইনার তালিকার শীর্ষে উঠে আসে।

 

ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলো হল: স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের ৯.৯৪ শতাংশ, রিলায়েন্স ইন্স্যুরেন্সের ৯.৯১ শতাংশ, রূপালী ব্যাংকের ৯.৭৯ শতাংশ, কপারটেকের ৯.৭ শতাংশ, লুব-রেফের ৯.৭০ শতাংশ, এস আলমের ৯.৬০ শতাংশ, প্রভাতী ইন্স্যুরেন্সের ৯.৩৩ শতাংশ, ডাচ-বাংলা ব্যাংকের ৮.৮২ শতাংশ এবং খুলনা প্রিন্টিংয়ের শেয়ার দর ৮.৯ শতাংশ বেড়েছে।