পুনরায় উৎপাদন শুরু রিং শাইনের

পুজিবাজারে বস্ত্র খাতের তালিকাভুক্ত কোম্পানি রিং শাইন টেক্সটাইল মিলস লিমিটেডের উৎপাদন পুনরায় শুরু হয়েছে। কোম্পানিটির ২৫ শতাংশ উৎপাদন আজ রোববার থেকে শুরু হয়েছে। ডিএসই সূত্রে এসব তথ্য জানা গেছে।

 

সূত্র জানায়, আজ ১৩ জুন থেকে ফ্যাক্টরি বন্ধের ঘোষণা প্রত্যাহার করা হয়েছে।

 

কোম্পানিটি গত বছরের ২৬ সেপ্টেম্বর থেকে কারখানা বন্ধ রেখেছিল।

 

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া মহামারি কোভিড-১৯ এর কারণে কোম্পানিটির বিদেশি ক্রেতা কমে গেছে এবং দেশের ইপিজেড থেকে আমদানিকরা কাঁচামালের ঘাটতি হয়েছে। একারণে কোম্পানিটি কারখানা বন্ধ ছিল।