সূচকের উত্থানে লেনদেন চলছে

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন চলছে। এদিন লেনদেন শুরুর প্রথম ঘন্টায় সূচকের পাশাপাশি বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। ডিএসই সূত্রে এসব তথ্য জানা গেছে।

 

সূত্র মতে, সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার বেলা ১১টায় ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৮১ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক দশমিক ১ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ২৯৮ পয়েন্টে এবং ডিএসই৩০ সূচক ৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ২০৯ পয়েন্টে।

 

এ সময় লেনদেন হওয়া ৩৬৩ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২১৪ টির, দর কমেছে ১১০ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৩৯ টির। এ সময় টাকার অংকে লেনদেন হয়েছে ৬১৮ কোটি ৮৪ লাখ ৯৫ হাজার টাকা।

 

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স সিএসইএক্স আগের দিনের চেয়ে ১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১২ হাজার ২৮৪ পয়েন্টে।

 

এ সময় লেনদেন হওয়া ২১১ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭৮ টির, দর কমেছে ৫১ টির এবং অপরিবর্তিত রয়েছে ৮২ টির। আলোচিত সময়ে টাকার অংকে লেনদেন হয়েছে ১৪ কোটি ৫১ লাখ ৬১ হাজার টাকা।