টপটেন গেইনার জাহিন স্পিনিং

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে রয়েছে জাহিন স্পিনিং মিলস লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এসব তথ্য জানা গেছে।

 

তথ্য অনুযায়ী, আজ শেয়ারটির দর বেড়েছে ৭০ পয়সা বা ১০ শতাংশ। এদিন শেয়ারটি সর্বশেষ ৭ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়। কোম্পানিটি ৪৫০ বারে ২৪ কোটি ১৭ লাখ ৪৬১টি শেয়ার লেনদেন করে।

 

দ্বিতীয় স্থানে রয়েছে: ইনডেক্স অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড । আজ কোম্পানিটির দর বেড়েছে ৯ টাকা ১০ পয়সা বা ৯.৯৫ শতাংশ। এদিন কোম্পানিটি সর্বশেষ ১০০ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়।

 

তৃতীয় স্থানে রয়েছে: মীর আখতার হোসেন লিমিটেড। আজ কোম্পানিটির দর ৭ টাকা ৯০ পয়সা বা ৯.৯৪ শতাংশ বেড়েছে। এদিন কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৮৭ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়।

 

গেইনার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হল- কপারটেক ইন্ডাস্ট্রিজ, এস.আলম কোল্ড রোল্ড স্টিল, দেশবন্ধু পলিমার, আলিফ ইন্ডাস্ট্রিজ, নূরানী ডাইং, সোনারগাঁও টেক্সটাইল ও আরএকে সিরামিকস লিমিটেড।