‘নতুন কমিশনের নেতৃত্বে গতিশীল হচ্ছে পুঁজিবাজার’

বিএসইসির নতুন চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের নেতৃত্বে পুঁজিবাজার গতিশীল হয়েছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) চেয়ারম্যান আসিফ ইব্রাহিম।

 

বৃহস্পতিবার (১০ জুন) দেশের শেয়ারবাজারে এসএমই বোর্ডে প্রথম কোম্পানি হিসেবে নিয়ালকো এলয়েজের লেনদেনের উদ্ভোধনীতে তিনি এ কথা বলেন। এসময় সিএসইর পরিচালনা পর্ষদ, নিয়ালকো এলয়েজের পর্ষদ ও ইস্যু ম্যানেজার এমটিবি ক্যাপিটালের ব্যবস্থাপনা পরিচালক উপস্থিত ছিলেন।

 

আসিফ ইব্রাহিম বলেন, অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের নেতৃত্বাধীন নতুন কমিশন শেয়ারবাজারের উন্নয়নে অনেক কাজ করছেন। যা বিনিয়োগকারীসহ অন্যান্য স্টেকহোল্ডারদের মধ্যে আস্থা বৃদ্ধিতে ভূমিকা রেখেছে।

 

তিনি বলেন, ভবিষ্যতে শেয়ারবাজারের প্রবৃদ্ধি আরও নিশ্চিত হবে। একইসঙ্গে তাদের দক্ষতায় উন্নত শেয়ারবাজার গড়তে সক্ষম হবে নতুন কমিশন।

 

সিএসই চেয়ারম্যান বলেন, সরকার এই খাতকে উন্নয়নে বিশেষ গুরুত্ব দিচ্ছে। আর সেই এসএমই খাতের কোম্পানি হিসেবে নিয়ালকো অ্যালয়েস সিএসইতে তথা পুরো দেশে প্রথমবারের মতো এসএমই বোর্ডে লেনদেন শুরু হল। যার সাক্ষী হয়ে রইল সিএসই।

 

তথ্য মতে, এদিন সকাল ১০টায় নিয়ালকো অ্যালয়সের লেনদেন শুরু হয়। সিএসইতে নিয়ালকো অ্যালয়সের লেনদেন হচ্ছে এন ক্যাটাগরিতে। কোম্পানি আইডি হলো- ১৬৬০১। ১০ টাকা অভিহিত মূল্যের শেয়ারটির লেনদেন হয় ১১ টাকায়। এ সময় ২ বার হাতবলদল হয়ে কোম্পানির ১০৫টি শেয়ার লেনদেন হয়েছে, যার মোট মূল্য ১১৫৫ টাকা।