দক্ষিণ আফ্রিকায় ভারতীয় নাগরিকের কারাদণ্ড
আর্থিক প্রতারণা ও জালিয়াতির দায়ে আশিস
লতা রামগোবিনের সাত বছরের কারাদণ্ড দিয়েছেন দক্ষিণ আফ্রিকার একটি আদালত। আশিস লতা মহাত্মা
গান্ধীর নাতনির মেয়ে।
সোমবার ৫৬ ব্ছর বয়সী আশিস লতা রামগোবিনের
বিরুদ্ধে এ রায়ে ঘোষণা করেন বিচারক। আশিস লতা হলেন মহাত্মা গান্ধীর নাতনী এলা গান্ধীর
মেয়ে। খবর হিন্দুস্তান টাইমসের।
দক্ষিণ আফ্রিকার ন্যাশনাল প্রসিকিউটিং
অথরিটি (এনপিএ) সোমবার আদালতে জানায়, ২০১৫ সালে ব্যবসায়ী এস আর মহারাজের সঙ্গে পরিচয়
হয় আশীষ লতার। মহারাজ ভারত থেকে কাপড় আমদানি এবং জুতা তৈরি করে বিভিন্ন দেশে রফতানি
করে থাকেন। আর এই সুযোগে ব্যবসায়ী সংক্রান্ত কথা বলে ওই অর্থ হাতিয়ে নেন তিনি।
চুক্তি অনুযায়ী, আশীষ লতা প্রতিশ্রুতি
না রাখার অভিযোগে মামলা করেন ওই ব্যবসায়ী। অভিযোগ প্রমাণিত হওয়ায় রায়ে তার বিরুদ্ধে
৭ বছরের কারাদণ্ড ঘোষণা করেছেন আদালত।