ক্রিস্টাল ইন্স্যুরেন্সের সভার তারিখ ঘোষণা

শেয়ারবাজারে বিমা খাতে তালিকাভুক্ত কোম্পানি ক্রিস্টাল ইন্সুরেন্সের বার্ষিক সাধারণ সভার তারিখ ঘোষণা করেছে। মঙ্গলবার (৮ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এসব তথ্য জানা গেছে।

 

তথ্য মতে, আগামী ১০ জুন বিকেল ৩টায় ডিজিটাল প্লাটফর্মে কোম্পানিটির ২১তম এজিএম অনুষ্ঠিত হবে। ২০২০ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়ার পর এখন পর্যন্ত ক্রিস্টাল ইন্সুরেন্স শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ ঘোষণা করেনি। বর্তমানে ক্রিস্টাল ইন্সুরেন্স এন ক্যাটাগরিতে লেনদেন করছে।

 

উল্লেখ্য, ক্রিস্টাল ইন্সুরেন্সের বার্ষিক সাধারণ সভায় ২০২০ সালের ৩১ ডিসেম্বরের নিরীক্ষিত হিসাব, পরিচালনা পর্ষদের প্রতিবেদন ও বহিঃ নিরীক্ষকদের প্রতিবেদন উত্থাপিত ও সর্বসম্মতিক্রমে অনুমোদন দেওয়া হবে। এছাড়া সভায় কোম্পানিটির লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত শেয়ারহোল্ডারদের সম্মতিতে অনুমোদিত হবে।