সিভিসি ফাইন্যান্স সিএপিএমের ৬০ শতাংশ মালিকানা কিনল
দেশের অন্যতম শীর্ষ মার্চেন্ট ব্যাংক সিএপিএম
অ্যাডভাইজরি লিমিটেডের মালিকানায় এসেছে নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান (এনবিএফআই) সিভিসি
ফাইন্যান্স লিমিটেড।
প্রতিষ্ঠানটির ৬০ শতাংশ মালিকানা কিনে
নিয়েছে নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান (এনবিএফআই) সিভিসি ফাইন্যান্স লিমিটেড।
মঙ্গলবার (৮ জুন) দুই প্রতিষ্ঠানের আনুষ্ঠানিকভাবে
শেয়ার সাবসক্রিপশন শেষ হয়েছে।
জানা গেছে, মার্চেন্ট ব্যাংকটির ৬০ শতাংশ
মালিকানা ১৫ কোটি টাকায় কিনে নিয়েছে সিভিসি ফাইন্যান্স। এতে মার্চেন্ট ব্যাংকটির মূলধন
২৫ কোটি টাকায় উন্নীত হয়েছে। যা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি)
বেধে দেওয়া মার্চেন্ট ব্যাংকগুলোর নূন্যতম পরিশোধিত মূলধন সীমা।
শেয়ার সাবস্ক্রিপশন অনুষ্ঠানে সিভিসি ফাইন্যান্সের
ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মিনহাজ আহমেদ সিএপিএম অ্যাডভাইজরির প্রধান নির্বাহী কর্মকর্তা
তানিয়া শারমিনের হাতে প্রতীকী চেক হস্তান্তর করা হয়েছে। এ সময় দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন
কর্মকর্তারা উপস্থিত ছিলেন।