সূচকের পতনে চলছে লেনদেন
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে
(ডিএসই) মূল্য সূচকের পতনে লেনদেন চলছে। আজ ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া প্রায় ৬৫ শতাংশ
শেয়ারের দরপতন হয়েছে। এদিন বেলা ১০টা ৫২ মিনিটে ডিএসইতে ৪৪৯ কোটি ৫ লাখ টাকার শেয়ার
লেনদেন হয়েছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, মঙ্গলবার ডিএসই
প্রধান বা ডিএসইএক্স সূচক ৩৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৯৪১ পয়েন্টে। অন্য সূচকগুলোর
মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৭ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ২৮১ পয়েন্টে এবং
ডিএস৩০ সূচক ১৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ১৭৯ পয়েন্টে।
আজ ডিএসইতে ৩৫৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল
ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৯৪টির, কমেছে ২৩২টির এবং অপরিবর্তিত
রয়েছে ৩১টির।
এদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই)
সূচকের পতনে লেনদেন চলছে। এই সময়ে সিএসইতে ৮ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।