দর পতনের শীর্ষে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক
সোমবার (০৭
জুন) শেয়ারবাজারে লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ২৪২টির বা ৬৫.৯৪ শতাংশ
প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর কমেছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে ফার্স্ট
সিকিউরিটি ইসলামী ব্যাংকের। ডিএসই সূত্রে এসব তথ্য জানা গেছে।
তথ্য মতে, রোববার
লেনদেন শেষে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের শেয়ারের ক্লোজিং দর ছিল ১২ টাকায়।
আজ লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ১০.৫ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির
শেয়ার দর ১.৫০ টাকা বা ১২.৫০ শতাংশ কমেছে। এর মাধ্যমে ফার্স্ট সিকিউরিটি ইসলামী
ব্যাংক ডিএসইর টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে আসে।
ডিএসইতে
টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে এক্সিম ব্যাংকের ১১.৭১
শতাংশ,
স্ট্যান্ডার্ড ব্যাংকের ৭.২৯ শতাংশ, বেক্সিমকোর
৫.৬৯ শতাংশ, সিএপিএম আইবিবিএল ইসলামিক মিউচ্যুয়াল ফান্ডের
৫.১৭ শতাংশ, বিডি থাইয়ের ৪.৯০ শতাংশ, শাইনপুকুর সিরামিকের ৪.৭৯ শতাংশ, পদ্মা ইসলামী
লাইফ ইন্স্যুরেন্সের ৪.৭৬ শতাংশ, সাউথইস্ট ব্যাংকের ৪.৬৪
শতাংশ এবং রানার অটোমোবাইলের শেয়ার দর ৪.৪৩ শতাংশ কমেছে।