আগামীকাল দুই কোম্পানির লেনদেন চালু

দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি জনতা ইন্স্যুরেন্স ও ইসলামী ইন্স্যুরেন্সের শেয়ারের লেনদেন মঙ্গলবার (৮ জুন) থেকে পুনরায় শুরু হবে। রেকর্ড তারিখের সংক্রান্ত কারণে বন্ধ থাকার পর কোম্পানি দুটির লেনদেন স্বাভাবিক নিয়মে চালু হবে। ডিএসই সূত্রে এসব তথ্য জানা গেছে।

 

সূত্র মতে, বার্ষিক সাধারণ সভা (এজিএম) সংক্রান্ত রেকর্ড তারিখের কারণে কোম্পানি দুইটির শেয়ার লেনদেন সোমবার (৭ জুন) বন্ধ রয়েছে। আর রেকর্ড তারিখের পর মঙ্গলবার ৮ জুন) কোম্পানি দুইটির শেয়ারের লেনদেন আবার যথা নিয়মে চালু হবে।