শেয়ার দর বাড়ার শীর্ষে ফরচুন সুজ

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৪৫টির বা ৩৯.৬২ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে ফরচুন সুজের। ডিএসই সূত্রে এসব তথ্য জানা গেছে।

 

জানা গেছে, বৃহস্পতিবার ফরচুন সুজের শেয়ারের ক্লোজিং দর ছিল ২৬ টাকা। রবিবার (০৬ জুন) লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ২৮.৬০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ২.৬০ টাকা বা ১০ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে ফরচুন সুজ ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে।

 

ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে আরএসআরএম স্টিলের ৯.৯৪ শতাংশ, রানার অটোমোবাইলসের ৯.৯২ শতাংশ, বেক্সিমকোর ৯.৭৮ শতাংশ, শাইনপুকুর সিরামিকের ৯.৭৭ শতাংশ, কপারটেকের ৯.৭৫ শতাংশ, ওয়াইম্যাক্সের ৯.৭০ শতাংশ, এএফসি এগ্রোর ৯.৬৫ শতাংশ, আলিফ ম্যানুফ্যাকচারিংয়ের ৯.৫৭ শতাংশ এবং সাফকো স্পিনিংয়ের শেয়ার দর ৯.৩৭ শতাংশ বেড়েছে।