গেলো সপ্তাহে বেক্সিমকো লেনদেনের শীর্ষে
দেশের পুঁজিবাজারে গেলো সপ্তাহে সূচক ও
লেনদেন বেড়েছে। আলোচ্য সময়ে প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মোট লেনদেনে
বেক্সিমকো অবদান রেখেছে ৫.১২ শতাংশ। সাপ্তাহিক শেয়ার লেনদেন পর্যালোচনায় এসব তথ্য জানা
গেছে।
জানা যায়, গেলো সপ্তাহে ডিএসইতে মোট ২
হাজার ৫১ কোটি ৭৩ লাখ ১৩ হাজার ৯০২ কোটি টাকা লেনদেন হয়েছে। এরমধ্যে বেক্সিমকোর লেনদেনের
পরিমাণ ৫২৫ কোটি ৫৭ লাখ ৭৮ হাজার টাকা। যা ডিএসইর মোট লেনদেনের ৫.১২ শতাংশ। কোম্পানিটির
শেয়ার সর্বশেষ ৮৭.৯০ টাকায় বেচাকেনা হয়েছে।
পাইওনিয়ার ইন্স্যুরেন্স গেলো সপ্তাহে ডিএসইর
মোট লেনদেনে ২.৩৮ শতাংশ অবদান রেখেছে। কোম্পানিটির লেনদেনের পরিমাণ ছিল ২৪৪ কোটি ৯
লাখ ৮ হাজার টাকা। কোম্পানির শেয়ার সর্বশেষ ১৫৭.৩০ টাকায় বেচাকেনা হয়েছে।
গেলো সপ্তাহে লেনদেনে তৃতীয় অবস্থানে ছিল
ইফাদ অটোস লিমিটেড। কোম্পানিটির ২৩৩ কোটি ১২ লাখ ৪৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
কোম্পানিটি ডিএসইর মোট লেনদেনে ২.২৭ শতাংশ ভূমিকা রেখেছে। কোম্পানির শেয়ার সর্বশেষ
৫৬.৫০ টাকায় বেচাকেনা হয়েছে।
গেলো সপ্তাহে ডিএসইর শীর্ষ দশ কোম্পানির
তালিকায় থাকা অন্য প্রতিষ্ঠানগুলো হচ্ছে— লঙ্কাবাংলা ফাইন্যান্স,
ডাচ-বাংলা ব্যাংক, নর্দার্ন ইসলামি ইন্স্যুরেন্স, এবি ব্যাংক, কনফিডেন্স সিমেন্ট, লাফার্জহোলসিম
বাংলাদেশ, গ্রীণডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।