বঙ্গজের তৃতীয় প্রান্তিক প্রকাশ
দেশের শেয়ারবাজারে খাদ্য ও আনুসঙ্গিক খাতে
তালিকাভুক্ত কোম্পানি বঙ্গজের পরিচালনা পর্ষদ চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিক (জানুয়ারি-মার্চ,
২০২১) ও তিন প্রান্তিক মিলে অর্থাৎ ৯ মাসের (জুলাই, ২০২০- মার্চ, ২০২১) অনিরীক্ষিত
আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ারপ্রতি
আয় (ইপিএস) কমেছে। ডিএসই সূত্রে এসব তথ্য জানা গেছে।
সূত্র মতে, তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির
শেয়ারপ্রতি আয় হয়েছে ০.০৮ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি
আয় ছিল ০.২৯ টাকা। সে হিসাবে কোম্পানিটির আলোচ্য সময়ে শেয়ারপ্রতি আয় কমেছে ০.২১ টাকা
বা ৭২ শতাংশ।
এদিকে, ৯ মাসে কোম্পানিটির শেয়ারপ্রতি
আয় হয়েছে ০.১১ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় ছিল ০.৮৭
টাকা। সে হিসাবে কোম্পানিটি আলোচ্য সময়েও শেয়ারপ্রতি আয় কমেছে ০.৭৬ টাকা বা ৮৭ শতাংশ।
২০২১ সালের ৩১ মার্চ পর্যন্ত সময়ে কোম্পানিটির
শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২১.৪০ টাকা। আগে হিসাব বছরের একই
সময় পর্যন্ত কোম্পানিটির এনএভিপিএস ছিল ২১.২৯ টাকা।