ব্লক মার্কেটে ৫২ কোটি টাকার লেনদেন

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৫১টি কোম্পানির ৫২ কোটি ৭৮ লাখ ৪৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এসব তথ্য জানা গেছে।

 

সূত্র মতে, সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ব্লক মার্কেটে ৫১টি কোম্পানি ৯৮ লাখ ৭২ হাজার ৬০২টি শেয়ার হাতবদল করে। এর মাধ্যমে কোম্পানিগুলোর ব্লক মার্কেটে ১২৮ বার হাত বদলের মাধ্যমে ৫২ কোটি ৭৮ লাখ ৪৮ হাজার টাকার লেনদেন হয়েছে।

 

কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন করেছে এনআরবি কমার্শিয়াল ব্যাংক লিমিটেড। এদিন কোম্পানিটি ১২ কোটি ৪৪ লাখ টাকার শেয়ার লেনদেন করে। জেনেক্স ইনফিউসিস লিমিটেড সাত কোটি ৪৭ লাখ ৬৫ হাজার টাকার শেয়ার লেনদেন করে দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে। তৃতীয় সর্বোচ্চ বেশি লেনদেন করে তৃতীয় অবস্থানে রয়েছে প্রভাতি ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড। এদিন কোম্পানিটি পাঁচ কোটি ৯৩ লাখ ৬৬ হাজার টাকার লেনদেন করে।

 

এছাড়াও এবি ব্যাংক লিমিটেড পাঁচ লাখ ৫৯ হাজার টাকার, আমান কটোন অ্যান্ড ফেব্রিক্স লিমিটেড ৩৬ লাখ টাকার, আমান ফিড মিলস লিমিটেড ১৩ লাখ ৩৫ হাজার টাকার, অ্যাপোলো ইস্পাত লিমিটেড পাঁচ লাখ ৫৪ হাজার টাকার, এশিয়া ইন্সুরেন্স লিমিটেড এক কোটি ৬১ লাখ ২৫ হাজার টাকা, ব্রিটিশ আমেরিকান টোবাকো বাংলাদেশ লিমিটেড ছয় লাখ ৭৯ হাজার টাকার, বিকন ফার্মাসিটিক্যালস লিমিটেড ২৫ লাখ ৪০ হাজার টাকার, বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস লিমিটেড দুই কোটি ৪৮ লাখ ২০ হাজার টাকার, সিভিও পেট্রোলিয়াম লিমিটেড ২২ লাখ ৩০ হাজার টাকার, ডিবিএইচ লিমিটেড পাঁচ লাখ ০৮ হাজার টাকা, দেশ জেনারেল ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড পাঁচ লাখ ১৫ হাজার টাকার, ড্রাগন সুয়েটার অ্যান্ড স্পিনিং মিলস লিমিটেড আট লাখ ছয় হাজার টাকা, ইস্টার্ণ ইন্সুরেন্স কোম্পানি কোম্পানি লিমিটেড ৬৩ লাখ ৭৩ হাজার টাকা, ইজেনারেশন লিমিটেড ২৯ লাখ ৫০ হাজার টাকা, এক্সপ্রেস ইন্সুরেন্স লিমিটেড সাত লাখ ৯৪ হাজার টাকার, ফার্স্ট সিকিউরিটি ইসলামি ব্যাংক লিমিটেড পাঁচ লাখ ৭৫ হাজার টাকা, গ্লোবাল ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড ছয় লাখ ৮০ হাজার টাকার, গ্রামীণ ফোন লিমিটেড পাঁচ লাখ ৭৮ হাজার টাকার, গ্রীণ ডেল্টা ইন্সুরেন্স লিমিটেড ৮৭ লাখ টাকা, জিএসপি ফাইন্যান্স লিমিটেড এক কোটি ১৪ লাখ ৫০ হাজার টাকার, হক্কানী পাল্প লিমিটেড পাঁচ লাখ টাকার, কে অ্যান্ড কিউ লিমিটেড পাঁচ লাখ টাকার, কাট্টালী টেক্সটাইলস লিমিটেড ৩৮ লাখ তিন হাজার টাকার, লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড ৬০ লাখ ৫২ হাজার টাকার, মার্কেন্টাইল ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড ৫১ লাখ টাকার, মুন্নু সিরামিকস লিমিটেড ছয় লাখ ৩২ হাজার টাকার, ন্যাশনাল ফিড মিলস লিমিটেড ৩১ লাখ ৯৫ হাজার টাকা, নর্দার্ণ ইসলামি ইন্সুরেন্স লিমিটেড ৭৬ লাখ ৯৫ হাজার টাকার, ন্যাশনাল পলিমার লিমিটেড চার কোটি ৪৪ লাখ ৫৬ হাজার টাকার, ন্যাশনাল টিউবস লিমিটেড পাঁচ লাখ এক হাজার টাকার, ওরিয়ন ইনফিউশন লিমিটেড পাঁচ লাখ টাকার, পাইওনির ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড দুই কোটি ১৪ লাখ ৬৬ হাজার টাকার, পপুলার লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড পাঁচ লাখ ৩৬ হাজার টাকার, প্রগ্রেস ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড চার কোটি ৩১ লাখ ৬০ হাজার টাকার, প্রাইম লাইফ ইন্সুরেন্স লিমিটেড ২০ লাখ ১০ হাজার টাকার, প্রগ্রেস লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড ১৭ লাখ ২৮ হাজার টাকার, আরডি ফুড লিমিটেড ৬০ লাখ ২০ হাজার টাকার, রবি আজিয়াটা লিমিটেড ২৮ লাখ ৯৬ হাজারে টাকার,

 

রূপালী লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড ২০ লাখ ১৯ হাজার টাকার, সাইফ পাওয়ারটেক লিমিটেড ৩৪ লাখ ১৬ হাজার টাকার, সালভো কেমিক্যালস লিমিটেড ৮১ লাখ ২১ হাজার টাকার, এসকে ট্রিমস লিমিটেড ৩৫ লাখ ৮৭ হাজার টাকার, সোনারবাংলা ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড ৪০ লাখ ৩৬ হাজার টাকার, স্ট্যান্ডার্ড ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড ২৯ লাখ ১৫ হাজার টাকার এবং ওয়াটা কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড পাঁচ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।