সিরিজের ব্যর্থতা কাটিয়ে ফিরে পেল নিজেদের আত্মবিশ্বাস
শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচ জিতে উড়ন্ত সূচনা করেছিল বাংলাদেশ।
কাল দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজ নিজেদের করে নেয় স্বাগতিকরা। এই প্রথমবার লঙ্কানদের সিরিজ
জয়ের স্বাদ পেল বাংলাদেশ। গত কয়েক সিরিজের ব্যর্থতা কাটিয়ে ফিরে পেল নিজেদের আত্মবিশ্বাস।
তবুও পুরোপুরি সন্তুষ্ট নন বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল। কিছু কিছু
জায়গায় ঘাটতি দেখেছেন অধিনায়ক। চেষ্টা থাকবে সেগুলো কাটিয়ে শেষ ম্যাচে ভালো কিছু করার।
গতকাল মঙ্গলবার সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে শ্রীলঙ্কাকে ১০৩ রানে হারিয়েছে
বাংলাদেশ। যদিও ম্যাচের শুরুটা মোটেই ভালো হয়নি লাল-সবুজদের। ম্যাচ জয়ের পর তামিম বলেন,
‘সৌভাগ্যবশত আমরা
দুটি ম্যাচ জিতেছি। খুবই খুশি যে আমরা সিরিজ জিতেছি। তবে এই সিরিজে আমরা এখনও পুরোপুরি
ঠিকঠাক খেলতে পারিনি। আশা করি, তৃতীয় ম্যাচে সেসব কাটিয়ে পারফেক্ট খেলতে পারব। আজকে
যদি দেখেন, আমরা ইনিংসের মাঝপথে অনেক উইকেট হারিয়েছি। একটা সময় দুইশ রানও কঠিন মনে
হচ্ছিল। এরপর মুশির ইনিংস সত্যিই দারুণ ছিল। রিয়াদ ভাই কিছুটা অবদান রাখেন। তাতে আমরা
মোটামুটি একটা স্কোরে যেতে পারি।’
বাংলাদেশের দাপুটে বোলিং ম্যাচ জয়ে বড় ভূমিকা রেখেছিল। তাই বোলারদের
প্রশংসা করতে ভুল করলেন না অধিনায়ক, ‘বোলাররা অসাধারণ
করেছে। অভিষেকে শরিফুল যেভাবে বল করেছে, কনকাশনের (সাইফ উদ্দিনের) পর তাসকিন এসেছে,
হুট করেই যখন বলা হয় যে বোলিং করতে হবে, কাজটা সহজ নয়, কিন্তু সে যেভাবে বল করেছে,
তার মানসিকতাই ফুটে উঠেছে। মিরাজ আবারও দুর্দান্ত বল করেছে, সাকিব যথারীতি ভালো ছিল।
বোলিং নিয়ে আমি খুবই খুশি।’
ফিল্ডিং নিয়ে তামিম বলেন, ‘ সিরিজ শুরুর
আগে বলেছিলাম, ফিল্ডিংয়ে আমাদের ভালো করতে হবে। কিছু ভালো ক্যাচ আমরা নিয়েছি। তবে যে
ক্যাচগুলি নিতে পারিনি, সেই ক্যাচগুলি ম্যাচ ঘুরিয়ে দিতে পারে গুরুত্বপূর্ণ ম্যাচে।
আজকে প্রয়োজন হয়নি, আরেকদিন লাগতে পারে। যখন আমরা সেই ক্যাচগুলি নিতে পারব, তখন আমি
অধিনায়ক হিসেবে খুশি হতে পারব।’
এর আগে দ্বিপক্ষীয় সিরিজে কখনোই লঙ্কানদের বিপক্ষে সিরিজ জিততে পারেনি
বাংলাদেশ। এবার সেই আক্ষেপ শেষ হলো। শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের এটি নবম দ্বিপক্ষীয়
সিরিজ। নয়টি সিরিজে কেবল ২০১৩ ও ২০১৭ সালে দুটি সিরিজ ড্র করে বাংলাদেশ। বাকি সবগুলোতে
জিতেছে লঙ্কানরা। দ্বিপক্ষীয় সিরিজ ছাড়াও বিভিন্ন টুর্নামেন্টে ২৮ বার লঙ্কানদের মুখোমুখি
হয়ে টানা একাধিকবার শ্রীলঙ্কাকে হারাতে পারেনি বাংলাদেশ।
এবার সেই আক্ষেপ পূরণ করার সুযোগ এলো বাংলাদেশের সামনে। সেই সুযোগ ভালোভাবেই
কাজে লাগাতে পেরেছে লাল-সবুজের দল। তারুণ্য নির্ভর লঙ্কানদের হারিয়ে এক ম্যাচ হাতে
রেখেই সিরিজ নিজেদের করে নিল তামিম ইকবালের দল।