নজীর গড়লেন তিনবার বিপিএল জয়ী স্টিভেন্স
বয়স ৪৫ বছর বয়সী ড্যারেন স্টিভেন্স ১৪৯
বলে ১৯০ রানের বিধ্বংসী এক ইনিংস খেললেন। কাউন্টি চ্যাম্পিয়নশিপে কেন্টের হয়ে গ্ল্যামারগনের
বিপক্ষে অসাধারণ এই ইনিংস উপহার দেন এই ইংলিশ অলরাউন্ডার।
মাত্র ৮০ রানে ৫ উইকেট হারায় স্যাম বিলিংসের
নেতৃত্বাধীন কেন্টের। এমন সময় মাঠে নামেন স্টিভেন্স। ৪৭তম ওভারে ১২৮ রানের মাথায় অষ্টম
উইকেতের পতন হয়। খাদের কিনারে থাকা দলকে টেনে তোলেন স্টিভেন্স।
স্টিভেন্স যখন বিদায় নেন তখন দলের সংগ্রহ
২৯৪ রান। শেষ পর্যন্ত ৭৬.২ ওভারে ৩০৭ রান তুলতে সক্ষম হয় কেন্ট।
সবচেয়ে চমক জাগানো বিষয়টি হচ্ছে মিগুয়েল
কামিন্সকে নিয়ে নবম উইকেটে ২৭.১ ওভারে ১৬৬ রান তোলেন স্টিভেন্স। এর মধ্যে ১৬০ রানই
তার। অন্যদিকে কামিন্সের সংগ্রহ ১ রান। বাকিগুলো অতিরিক্ত।
এই জুটির ৯৬.৪ শতাংশ রানই এসেছে স্টিভেন্সের
ব্যাট থেকে। যা প্রথম শ্রেণির ক্রিকেটে নতুন রেকর্ড। ১৮৭ মিনিট ক্রিজে থেকে ১৫ চার
ও ১৫ ছক্কায় ইনিংসটি সাজান।
কাউন্টি চ্যাম্পিয়নশিপে এক ইনিংসে সবচেয়ে
বেশি ছক্কা মারার রেকর্ড গ্রাহাম নেপিয়ার ও অ্যান্ড্রু সাইমন্ডসের দখলে। ১৬টি করে ছক্কা
মেরেছেন তারা। তাদের পরেই জায়গা হলো স্টিভেন্সের।
প্রথম শ্রেণির ক্রিকেটে ইনিংসে সবচেয়ে
বেশি ছয় হাঁকানো রেকর্ডটি অবশ্য রয়েছে কলিন মুনরোর দখলে। ২০১৫ সালে অকল্যান্ডের হয়ে
সেন্ট্রাল ডিস্ট্রিক্টসের বিপক্ষে ২৩টি ছক্কা মারেন এই কিউই ব্যাটসম্যান।
দুর্দান্ত এই ইনিংসের পর ৩১৫টি প্রথম শ্রেণির
ম্যাচে ড্যারেন স্টিভেন্সের মোট রান ১৬ হাজার ১৩০। মাঠে নেমে ক্যারিয়ারের ১৬ হাজার
রানের মাইলফলক অতিক্রম করেন। দীর্ঘ ক্যারিয়ারে ৩৬টি শতক ও ৮০টি অর্ধশতক তুলেছেন ১৯৯৭
সালে অভিষেক হওয়া এই তারকা।
প্রথম শ্রেণির ক্রিকেটে নিজের সর্বোচ্চ
ইনিংসটি খেলেছিলেন কঠিন এক চ্যালেঞ্জের মুখে। ২০১৯ সালে ৪৩ বছর বয়সে তার সঙ্গে চুক্তি
না বাড়ানোর সিদ্ধান্ত নেয় কেন্ট। এমন সময় ইয়র্কশায়ারের বিপক্ষে তার ব্যাট থেকে ২২৫
বলে ২৩৭ রানের ইনিংস আসে। দ্বিতীয় ইনিংসে ২০ রানে ৫ উইকেট-সহ ম্যাচে সাত উইকেট নেন।
স্বাভাবিকভাবেই কেন্ট তাকে রেখে দেয়। এই নিয়ে ১৭ মৌসুম দলটির হয়ে খেলছেন তিনি।
এদিকে প্রথম শ্রেণির ক্রিকেটে এখনও পর্যন্ত
৫৬৬টি উইকেট নিয়েছেন। ইনিংসে পাঁচ উইকেট নিয়েছেন ৩০ বার, দুইবার ম্যাচে ১০ উইকেট নিয়েছেন।
ক্যাচ ধরেছেন ২০১টি।
লিস্ট ‘এ’ ক্রিকেটে ৩১৪
ম্যাচে সাতটি শতরান ও ৪৬টি অর্ধশতরানসহ রান তুলেছেন ৭ হাজার ৬১২। উইকেট নিয়েছেন ১৬০টি।
স্বীকৃত টি-টোয়েন্টিতে ২১২ ম্যাচ খেলেছেন। ১৭টি অর্ধশতক তুলে রান করেন চার হাজার ১।
উইকেট শিকার করেছেন ১১৪টি।
২০১২ ও ২০১৩ বাংলদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল)
ঢাকা গ্ল্যাডিয়েটর্সের হয়ে অংশ নেন। ২০১৫ আসরে খেলেছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের জার্সিতে।
তিনবারই শিরোপা জয়ী দলের সদস্য ছিলেন তিনি।