লেনদেনের শীর্ষে সাধারণ বিমা খাত

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহ (১৬-২০মে) পর্যন্ত খাতভিত্তিক লেনদেনের শীর্ষে অবস্থান করছে সাধারণ বিমা খাত। ডিএসইতে মোট খাতভিত্তিক লেনদেনের মধ্যে ১৭.৫০ শতাংশ অবদান রয়েছে এ খাতে। ইবিএল সিকিউরিটিজের সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এসব তথ্য জানা গেছে।

 

এছাড়া, খাতভিত্তিক লেনদেনের মধ্যে ১৭.৩০ শতাংশ লেনদেন করে দ্বিতীয় স্থানে রয়েছে ব্যাংক খাত। আর ১২.৪০ শতাংশ লেনদেন করে তৃতীয় স্থানে রয়েছে বিবিধ খাত।

 

খাতভিত্তিক লেনদেনের তালিকায় থাকা অন্যান্য খাতগুলোর মধ্যে টেক্সটাইল খাতে ৮ শতাংশ,  জ্বালানি ও বিদ্যুৎ খাতে ৬.৩০ শতাংশ, আর্থিক খাতে ৫.৮০ শতাংশ, ওষুধ ও রাসান খাতে ৫.৭০ শতাংশ, প্রকৌশল খাতে ৫.৭০ শতাংশ, খাদ্য ও আনুসঙ্গিক খাতে ৩.৯০ শতাংশ, সেবা ও আবাসন খাতে ৩.৪০ শতাংশ, আইটি খাতে ৩.২০ শতাংশ, টেলিযোগাযোগ খাতে ৩.২০ শতাংশ, মিউচ্যুয়াল ফান্ড খাতে ২.২০ শতাংশ, সিমেন্ট খাতে ১.৮০ শতাংশ, জীবন বিমা খাতে ১.৭০ শতাংশ, ট্যানারি খাতে ১ শতাংশ, সিরমিকস খাতে ০.৭০ শতাংশ, ভ্রমণ ও আবকাশ খাতে ০.০১ শতাংশ, পেপার খাতে ০.০১ শতাংশ ও পাট খাতে ০.১০ শতাংশ লেনদেন হয়েছে।