লেনদেনের শীর্ষস্থান দখল করেছে বেক্সিমকো
দেশের প্রধান
শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের ব্যাবধানে লেনদেনের শীর্ষস্থান দখল
করেছে বেক্সিমকো লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৭০০ কোটি ৬৭ লাখ ৪৭ হাজার টাকার শেয়ার
লেনদেন হয়েছে। ডিএসইর সপ্তাহিক বাজার পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে।
তথ্য মতে,
সপ্তাহজুড়ে কোম্পানিটি ৭ কোটি ৯৬ লাখ ২৯ হাজার ২৯টি শেয়ার হাতবদল করেছে।
দ্বিতীয়
স্থানে রয়েছে, প্রাইম ব্যাংক লিমিটেড। কোম্পানিটির ১০ কোটি ১১ লাখ ১৪ হাজার ৫১২টি শেয়ার
লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ২৫৫ কোটি ২ লাখ টাকা।
তালিকার
তৃতীয় স্থানে রয়েছে, সাইফ পাওয়ারটেক লিমিটেড। কোম্পানিটির ৯ কোটি ৬৫ লাখ ৯৯ হাজার ৪৭২টি
শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ২৪৮ কোটি ২৫ লাখ টাকা।
লেনদেনের
তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হল: ব্রিটিশ আমেরিকান টোব্যাকো, লংকাবাংলা ফিন্যান্স,
রবি আজিয়াটা, ন্যাশনাল ফিড মিলস, আইএফআইসি ব্যাংক, জেনেক্স ইনফোসিস ও ম্যাকসন্স স্পিনিং
লিমিটেড।