রোববার স্পট মার্কেটে যাচ্ছে ৩ কোম্পানি
পুঁজিবাজারে তালিকাভুক্ত ৩ কোম্পানি রোববার
থেকে স্পট মার্কেটে লেনদেন শুরু করবে। ডিএসই সূত্রে এসব তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হল: হাইডেলবার্গ সিমেন্ট,
ইস্টার্ন ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এবং পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড।
তথ্য অনুযায়ী, হাইডেলবার্গ সিমেন্ট এবং
ইস্টার্ন ইন্স্যুরেন্সের লেনদেন স্পট মার্কেটে চলবে ২৪ মে পর্যন্ত। রেকর্ড ডেটের কারণে
আগামী ২৫ মে এ দুই কোম্পানির শেয়ার লেনদেন স্থগিত থাকবে। অপরদিকে, পদ্মা ইসলামী লাইফ
ইন্স্যুরেন্সের লেনদেন স্পট মার্কেটে চলবে ২৫ মে পর্যন্ত। রেকর্ড ডেটের কারণে ২৭ মে
এ কোম্পানির শেয়ার লেনদেন স্থগিত থাকবে।